ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে

রূপগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

| নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ১৫, ২০২৫, ০৬:৪৪ পিএম

রূপগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

রূপগঞ্জে সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থীর মত বিনিময় সভা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

"জাতীয় সংসদ নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে গোলাকান্দাইল এলাকায় বিএনপি মনোনীত প্রার্থীর বাস ভবনে রূপগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ -১ (রূপগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। 

অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মাহফুজুর রহমান হূমায়ুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজ্বী বাছির উদ্দিন বাচ্ছু, কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আব্দুল আলীম, সাংবাদিক এমএ মোমেন, সাত্তার আলী সোহেল, মকবুল হোসেন, খলিল সিকদার প্রমুখ। 

মতবিনিময় সভায় মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, দেশের গণতন্ত্র আজ সংকটের মুখে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে সত্য তুলে ধরবেনএটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, রূপগঞ্জকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপান্তর করতে হলে জনগণের প্রকৃত প্রতিনিধিকে সংসদে পাঠাতে হবে। নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, নির্বাচনকালীন পরিবেশ, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। এ সময় প্রার্থী দিপু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার আশ্বাস দেন।

Link copied!