ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

নবীগঞ্জে বিএনপি নেতা নুরুলের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

পরিবর্তনের ডাক | হবিগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৬, ১১:১০ পিএম

নবীগঞ্জে বিএনপি নেতা নুরুলের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

বিএনপি নেতা নুরুল আমিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধনের চিত্র

হবীগঞ্জঃ নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিনের বিরূদ্ধে মিথ্যা মামলা দায়ের এর প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা। বুধবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার আজমত উল্লাহ চত্বরে এ মানববন্ধন করা হয়।

বক্তরা বলেন, বিএনপির জন্য নিবেদিত কর্মী জেল জুলম ও নির্যাতনের স্বীকার নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের বিরূদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। এই মামলা কুচক্রী মহলের ষড়যন্ত্র। অবিলম্বের মামলা প্রত্যাহারের দাবি জানান তারা অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারীও দেন বক্তারা।

মানববন্ধনে নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ আব্দুল আলীমের সভাপতিত্বে ও জুলাই যোদ্ধা ছাত্রনেতা হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক শিহাব চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক অলিউর রহমান অলি, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অরবিন্দু রায়, বিএনপি নেতা লুৎফুর রহমান মাখন, সোয়াদ চৌধুরী জুয়েল, ভজন সরকার,মহিবুর রহমান, আব্দুল হক, হোসাইন আহমদ, আজমল হোসেন, নুর হোসেন, ইছমত মেম্বার, মহিলা বিএনপির নেত্রী শ্যামেলা বেগম, সাবেক কাউন্সিলর রোকেয়া বেগম, করিরুন বেগম, নবীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মোঃ আলমগীর মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদিন, আল-আমিন আহমদ, শাহিন তালুকদার সদস্য জাকির হোসাইন, সিটি সোহেল, আলমগীর খান, শ্রমিকদল নেতা, জালাল আহমদ, রাজ্জাক মিয়া, ছাত্রদল নেতা  মিটন আহমেদ, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক রেদোয়ান আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাসান ফেরেদৗস অনিক, সামিউজ্জামান শ্যামল, সফিকুল রহমান, শাহ নেওয়াজ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারী উপজেলার বুরুঙ্গা (পাঠলী) গ্রামের মৃত আকবর আলীর ছেলে ছাদিকুর রহমান বাদী হয়ে তাদের পারিবারিক বিরোধের জেরধরে ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। উক্ত মামলায় নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনকে ১৩নং আসামী করা হয়েছে।

 

এমএস

পরিবর্তনের ডাক

Link copied!