ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

নবীগঞ্জে কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পরিবর্তনের ডাক | হবিগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ১৪, ২০২৬, ১১:৫১ পিএম

নবীগঞ্জে কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

হবিগঞ্জঃ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কসবা গ্রামের পাশে কুশিয়ারা নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল এ অভিযান পরিচালনা করেন পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

অভিযানে ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়। এ সময় নদী থেকে বালু উত্তোলনের কাজে নিয়োজিত তিনজন শ্রমিককে হাতেনাতে আটক করা হয়। পরে উত্তোলিত বালু জব্দ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

নদীর তীর থেকে জব্দ করা আনুমানিক ১৮ হাজার ঘনফুট বালু বুধবার (১৪ জানুয়ারি) সকালে নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। নিলামে সর্বোচ্চ দর ১ লাখ ২৫ হাজার ৫শত টাকা প্রদান করে ছালেক মিয়া বালু ক্রয়ের অনুমতি পান।

নিলামের শর্ত অনুযায়ী, সর্বোচ্চ দরদাতা ছালেক মিয়াকে আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে বালু নেয়ার অনুমতি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম বলেন,  অভিযান একটি চলমান প্রক্রিয়া। যেকোন অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

এমএস

পরিবর্তনের ডাক

Link copied!