জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জাতীয় সাংবাদিক সংস্থার রূপগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার তারাব পৌরসভার সুলতানা কামাল সেতু সংলগ্ন শহীদ মিনারে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা'র
ঢাকা বিভাগের সভাপতি মো: আনিসুর রহমান প্রধান, নারায়ণগঞ্জ জেলার সভাপতি মোঃ আরিফুল ইসলাম আরিফ, সহ-সভাপতি রনি মিয়া, আব্দুল্লাহ আল মামুন, সাইদুর রহমান, সদস্য জাহিদ হাসান, আব্দুল আল নোমান, হাসিবুল হাসান মুবিন, মো: সাফিদ ভূঁইয়া প্রমুখ।
এসময় বক্তারা বলেন, “শহীদদের আত্মত্যাগ না থাকলে কখনোই স্বাধীন বাংলাদেশ সম্ভব হতো না। তাই এ দেশ যতদিন থাকবে, ততোদিন তাদের স্মৃতি স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শহীদের এই অবদান বুকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশ গড়ায় উদ্বুদ্ধ হতে হবে।
পরে স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের স্মৃতি চারণ করে মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন :