ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,
কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের কাছে

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশীদ দোয়া চাইলেন

| নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২১, ২০২৫, ০৭:৫০ পিএম

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশীদ দোয়া চাইলেন

ঢাকা–৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব কোরআনের হাফেজ ও শিক্ষার্থীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, নিজেদের জীবন গড়ার পাশাপাশি যেন তারা দেশের মানুষের জন্যও দোয়া করেন, যাতে সবাই ঈমান ও আমলের সঙ্গে জীবনযাপন করে একটি সুন্দর সমাজ ও বাংলাদেশ গড়তে পারে।

রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর খিলগা পুরাতন পাকা জামে মসজিদে নামাজ শেষে এক দোয়া অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি সব কথা বলেন।

হাবিব বলেন, কোরআনের হাফেজদের উপস্থিতি ও মুখের হাসি মানুষকে অনুপ্রাণিত করে এবং তাদের দোয়া আল্লাহ কবুল করেন বলে তিনি বিশ্বাস করেন। এ সময় তিনি একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে সবার অধিকার সমানভাবে নিশ্চিত হবে এবং মানুষ মানুষের পাশে দাঁড়াবে।

বিএনপি মনোনীত এই প্রার্থী আরও বলেন, ভবিষ্যতে তার দল ক্ষমতায় এলে কোরআনের হাফেজদের পাশে থাকার প্রত্যাশা রাখেন। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।

এছাড়া সম্প্রতি নিহত ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই-আগস্টসহ বিভিন্ন আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের জন্য দোয়ার আহ্বান জানান। তিনি দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল শহীদ এবং প্রয়াত বাবা-মা ও মুরুব্বিদের জন্যও দোয়া প্রার্থনা করেন।

তিনি বলেন, কোরআনের হাফেজদের আন্তরিক দোয়াই আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে সহায়তা করবে।

এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী মাদ্রাসা শিক্ষার্থী এবং এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।

Link copied!