ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,
কলেজ শিক্ষার্থীদের অধ্যাদেশ জারির দাবি

আজ শেষ, বৃহস্পতিবার আবারও ৩ মোড়ে কর্মসূচি

পরিবর্তনের ডাক | নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৪, ২০২৬, ০৪:৩৭ পিএম

আজ শেষ, বৃহস্পতিবার আবারও ৩ মোড়ে কর্মসূচি

ঢাকা : প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর তিন গুরুত্বপূর্ণ মোড়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। পুরান ঢাকার তাঁতিবাজার, সায়েন্স ল্যাব ও গাবতলীর টেকনিক্যাল মোড়ে বেলা ১১টা থেকে এ কর্মসূচি পালিত হবে। তবে আজকের কর্মসূচি এখানেই শেষ করা হয়। 

বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে গাবতলী টেকনিক্যাল মোড়ে এ সমন্বিত সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান বাংলা কলেজের শিক্ষার্থী মাসুম বিল্লাহ।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতিবাজার মোড়ে একযোগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলবে। বুধবারের কর্মসূচি শেষ হলেও আন্দোলনের মূল দাবি থেকে শিক্ষার্থীরা একচুলও সরে আসবে না বলে জানিয়েছেন তিনি।

শিক্ষার্থীদের মতে, এটি কোনো একদিনের কর্মসূচি নয়; বরং তাদের ভবিষ্যৎ ও অধিকার আদায়ের দীর্ঘ লড়াই। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের লক্ষ্য স্পষ্ট। শিক্ষাই তাদের জীবনের সবচেয়ে বড় আশা। সেই আশা বাস্তবায়নের জন্য তারা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবেন।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত ঘোষণা না আসায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের পাশাপাশি প্রত্যাশাও বাড়ছে। দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এমটিআই

পরিবর্তনের ডাক

Link copied!