ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

নারায়ণগঞ্জ থেকে ওসমান হাদি হত্যা চেষ্টার এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

| নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৬, ২০২৫, ০২:০৭ এএম

নারায়ণগঞ্জ থেকে ওসমান হাদি হত্যা চেষ্টার এক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব

র‍্যাবের হাতে গ্রেফতার ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারী কবির@দাত ভাঙ্গা কবির।

নারায়ণগঞ্জ থেকে ইনকিলাব মঞ্চের' আহ্বায়ক ওসমান হাদি হত্যার চেষ্টাকারী ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কবির@ দাঁতভাঙ্গা কবির'কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। 

সোমবার রাতে (১৬ ডিসেম্বর) র‍্যাব-১১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নঈম উল হক স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। 

গ্রেফতারকৃত কবির পটুয়াখালীর বড় বিঘা'র টিটকাটা এলাকার মৃত মোজাফফরের ছেলে। বর্তমানে সে ঢাকার কেরানীগঞ্জের আশ্বিনানগর এলাকায় বসবাস করতো।

র‍্যাব জানায়, গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে বিজয়নগর এলাকায় 'ইনকিলাব মঞ্চের' আহ্বায়ক এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্যপ্রার্থী শরিফ ওসমান বিন হাদি'কে একটি রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল করে আসা দুই ব্যক্তির এক জন তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। গুলিতে হাদির মাথা গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়। ঘটনার পর পরই সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন, ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শুটার) এবং আলমগীর হোসেন (বাইক চালক)। ঘটনায় দেশব্যাপী চাঞ্চ্যল্যের সৃষ্টি হয়। হাদি'র উপর হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জের অভিযানে (১৫ই ডিসেম্বর) ভোর ৫টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় অভিযান পরিচালনা করে ওসমান হাদি হত্যা চেষ্টাকারী ফয়সাল করিমের ঘনিষ্ট সহযোগী কবির ওরফে দাঁতভাঙ্গা কবিরকে (৩০) গ্রেফতার করে র‍্যাব। 

র‍্যাব আরও জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিগ্যাসাবাদে অভিযুক্ত কবির (৩০) জানায়, ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অন্যতম সহযোগী সে। সিসিটিভির ফুটেজে দেখা যায় আসামী কবির গত ৪ই ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সাল করিম মাসুদের সাথে বেশ কয়েকবার প্রবেশ করে। ঘটনার পরপরেই গ্রেফতার এড়ানোর লক্ষ্যে অভিযুক্ত কবির'সহ ফয়সাল ও আলমগীর গা ঢাকা দেয়।

পরে গ্রেফতারকৃত কবিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ঢাকার ডিএমপি কার্যালয়ে হস্তান্তর করে র‍্যাব।

Link copied!