বুয়েট উপাচার্য প্রফেসর ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেছেন, "জুলাই যোদ্ধারা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সাহসী প্রতিরোধের প্রতীক; তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণা হয়ে থাকবে"। তাদের আদর্শ ধারণ করেই শিক্ষার্থীদের মানবিক, দায়িত্বশীল ও নৈতিক নেতৃত্বে নিজেদের গড়ে তুলতে হবে, যাতে দেশ সামনের দিকে এগিয়ে যেতে পারে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানী ঢাকার ভাটারার মাদানী এভিনিউ এলাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র (ইউআইইউ) ক্যাম্পাসে আয়োজিত বিশ্ববিদ্যালয়টির ৮ম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে কেবল পুঁথিগত বিদ্যা নয়, বরং উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও মানবিক মূল্যবোধই একজন গ্র্যাজুয়েটকে আলাদা করে তোলে। পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকতে শিক্ষার্থীদের আজীবন শেখার মানসিকতা গড়ে তোলতে হবে।
তিনি আরও বলেন, উচ্চশিক্ষা শুধু একটি সনদ নয়, এটি দায়িত্ব ও নৈতিকতার একটি অঙ্গীকার। অর্জিত জ্ঞান যেন ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে ব্যবহৃত হয়। নৈতিকতা, সততা ও সামাজিক দায়বদ্ধতা ছাড়া উন্নয়ন টেকসই হয় না। তিনি নতুন গ্র্যাজুয়েটদের দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বগুণে নিজেদের গড়ে তোলতে হবে। তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে।
সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা-চ্যাম্পেইন ইলিনয় এবং গ্রেইঞ্জার ডিস্টিংগুইশড চেয়ার ইন ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. এম তাহের এ সাইফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ইউআইইউ'র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আবুল কাশেম মিয়া প্রমুখ।
সমাবর্তন অনুষ্ঠানে ১৭৩৬ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোষ্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চারজন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :