ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

রূপগঞ্জে বিরাব প্রগতি সমাজকল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ের শুভ উদ্বোধন 

পরিবর্তনের ডাক | নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ২৭, ২০২৫, ০৬:৪৬ পিএম

রূপগঞ্জে বিরাব প্রগতি সমাজকল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ের শুভ উদ্বোধন 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সামাজিক সংগঠন বিরাব প্রগতি সমাজকল্যাণ ফাউন্ডেশনের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার বিরাব বাজার এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম। 

এতে বিরাব প্রগতি সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাসুম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সহ-সভাপতি মোঃ আবু কাওসার, সাংগঠনিক সম্পাদক ইফতেখার ভূঁইয়া রিদ্বীন, বিরাব প্রগতি সমাজকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ, সহ-সভাপতি বিজয় মিয়া, অর্থ সম্পাদক সোহাগ মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। 

সভায় সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি মোঃ মাসুম মিয়া বলেন, এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যা মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি সহ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই -এর মূল লক্ষ্য। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে বিরাব প্রগতি সমাজকল্যাণ ফাউন্ডেশন অঙ্গীকারবদ্ধ।

 

এমএস

পরিবর্তনের ডাক

Link copied!