ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

খালেদা জিয়ার জন্য রূপগঞ্জে দোয়া ও মিলাদ

| নারায়ণগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৬, ০৩:৩৬ পিএম

খালেদা জিয়ার জন্য রূপগঞ্জে দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার আত্বার শান্তি কামনায় দোয়া করছেন সর্বস্তরের মানুষজন

রূপগঞ্জ: বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে নোয়াপাড়া ঈদগা মাঠে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, তারাব পৌর বিএনপির সভাপতি তাসরিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন, তিনি কোটি মানুষের ভালোবাসার প্রতীক। তিনি শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।”

তিনি আরও বলেন, “ইনশাল্লাহ তারাবো পৌরসভার রাস্তাঘাট উন্নয়নসহ জনগণের সব সমস্যা সমাধান এবং এলাকাকে মাদকমুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসকে

Link copied!