আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষে ৮জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করা হয়। যাচাই-বাছাইয়ের পর কাগজপত্রে অসংগতির কারণদশীয়ে ২জন প্রার্থীর মনোনয়ন বাতিল করে এবং ৬জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির।
শনিবার (৩ জানুয়ারী) মনোনয়নপত্রগুলো যাচাই-বাছাইয়ের পর এ ঘোষণা করা হয়।
বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জামায়েতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী ওয়াসিম উদ্দিন, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেহান আফজাল, ইসলামি আন্দোলনের মো. ইমদাদুল্লাহ, খেলাফত মজলিসের আব্দুল কাইয়ুম সিকদার।
হলফনামায় স্বাক্ষর না করায় বাতিল করা হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী মো. মনিরুজ্জামান চন্দনের মনোনয়ন। এছাড়া, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দুলাল হোসেনের মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হলে সংক্ষুব্ধ প্রার্থী নির্বাচন কমিশনে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আপিলের সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে পর্যন্ত যাবার সুযোগ রয়েছে বলেও জানান জেলা রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির।
কমিশনে আপিল করা যাবে ১১ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবার পর ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী ঘোষণা এবং প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে।

আপনার মতামত লিখুন :