ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,
সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায়

রূপগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

| নারায়ণগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ৫, ২০২৬, ০৮:০৭ পিএম

রূপগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নারায়ণগঞ্জঃ বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের  উদ্যোগে দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল করা হয়েছে।

সোমবার দিনব্যাপী (৫ জানুয়ারী) কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র, পূর্বগ্রাম, বড়ালু, নগরপাড়া ও নাওড়া এলাকায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এ্যাড মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু সহ উপজেলা ও স্থানীয় বিএনপি- অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু তার বক্তব্যে বলেন, আজ দেশনেত্রী বেগম খালেদা  আমাদের মাঝে নেই, কিন্তু তিনি সব সময় আমাদের অন্তরে ছিল,  সবসময় থাকবেন। বিগত সরকারের আমলে উনাকে দেশ থেকে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি বলেছিলেন এদেশের জনগনই আমার সব তাদের ছেড়ে আমি কোথাও যাবেনা। মরতে হলে এদেশেই  আমি মরবো। তিনি অন্যায়ভাবে কখনো আপোষ করেনি।

তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমানকে বিগত ১৭ বছর এদেশে আসতে দেয়া হয়নি। কিন্তু তিনি বাইরে বসে আমাদের দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে কাজ করেছেন। তিনি এদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করছেন।

বিগত সরকারের আমলে এদেশের মানুষ ভোট দিতে  পারেনি। অনেকে ভোট দেয়া ভুলে গেছে। ভোট দেয়া সকলের দায়িত্ব। ভোটের মাধ্যমে আপনারা একজন সঠিক নেতাকে নির্বাচন করবেন। যিনি এলাকার উন্নয়নে কাজ করবেন।

Link copied!