বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, "বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি ঘরে ঘরে বৈধ গ্যাসলাইন, বিদ্যুৎ, পানি নিশ্চিত করা হবে।" গত ১৭ বছর দেশের সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এবার সবাই নিজের ভোট নিজেই দিতে পারবেন।
রোববার দিনব্যাপী নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে হাটাবো পারটেক্স মিলের সামনের মাঠ, পাড়াগাঁও ঈদগাহ মাঠ, আউখাব কবরস্থান মাঠ, পাঁচাইখা মাদ্রাসা মাঠ সহ বিভিন্ন এলাকায় মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেননা। তিনি সারাদেশের মানুষের নেত্রী ছিলেন। বাংলাদেশের মাটি যত দিন থাকবে তত দিন বেগম খালেদা জিয়া কোটি কোটি মানুষের হৃদয়ে থাকবেন।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, রূপগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, রুপগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত, ভুলতা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্বাস উদ্দিনসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :