সোনারগাঁ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬’কে সামনে রেখে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিতকল্পে ভিডিওচিত্র প্রদর্শনী, পোষ্টাল ভোট, গণভোটের বিষয়াবলী ও নির্বাচনী আচরণবিধিমালা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ( ১৩ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অপরাজিতা অডিটোরিয়াম কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরন সভায় সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সোনারগাঁ সহকারী কমিশনার (ভূমি) কাঁচপুর রাজস্ব সার্কেল ফাইরুজ তাসনিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহীনা ইসলাম চৌধুরী, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম সরকার সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, স্কাউট সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলকে নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান মেনে চলার আহ্বান জানান বক্তারা । একই সঙ্গে গণতান্ত্রিক অধিকার প্রয়োগে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ও হ্যাঁ এবং না ভোটের গুরুত্ব তুলে ধরেন তারা।
এমএস

আপনার মতামত লিখুন :