ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

উৎসবমুখর পরিবেশে চলছে ক্র্যাবের নির্বাচন ২০২৬

| নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৪, ২০২৬, ০৩:৫১ পিএম

উৎসবমুখর পরিবেশে চলছে ক্র্যাবের নির্বাচন ২০২৬

উৎসব মুখর পরিবেশে চলছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নির্বাচন

ঢাকা: উৎসবমুখর পরিবেশে চলছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ -এর ভোট গ্রহণ।

রবিবার (৪ জানুয়ারী) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে এ নির্বাচন।

এবার সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আলাউদ্দিন ও মির্জা মেহেদী তমাল, সহ-সভাপতি পদে জিয়া খাঁন, সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ, সিরাজুল ইসলাম, হাসান উজ-জামান, যুগ্ম সম্পাদক পদে নিয়াজ আহমেদ লাবু, শহিদুল ইসলাম রাজী, অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম, মো. এমদাদুল হক খাঁন, সাংগঠনিক সম্পাদক পদে আমানুর রহমান রনি, নিহাল হাসনাইন, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, এস. এম. ফয়েজ, প্রচার সম্পাদক পদে মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক পদে আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক শারিয়ার জামা দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমুল্যাহ, আন্তর্জাতিক সম্পাদক হাবিবউল্লাহ মিজান, কার্যনির্বাহী সদস্য আইয়ুব আনসারী, আবু হেনা রাসেল, মাহবুবুল আলম, হরলাল রায় সাগর।

ক্র্যাবের বর্তমান ভোটার সংখ্যা ২৯৯টি। সকাল থেকে লাইনে দাড়িয়ে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন।

প্রার্থীরা মনেকরেন, নির্বাচনে যে বা যারাই নির্বাচিত হউক না কেন, আগামী দিনে সবাই এক সাথে কাজ করবেন।

Link copied!