বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দিনভর ভোট গ্রহণ শেষে মির্জা মেহেদী তমালকে সভাপতি ও এম এম বাদশাহকে সাধারণ সম্পাদক পদে পুনরায় বিজয়ী ঘোষণা করেছেন ক্র্যাব নির্বাচন কমিশন-২০২৬ এর চেয়ারম্যান আবু তাহের। এবারের নির্বাচনে মোট ২৯৯টি ভোটারের বিপরীতে ২৮৪টি ভোট কাস্ট হয়। তারমধ্যে ৫টি ভোট বাতিল বলে ঘোষণা করা হয়।
রবিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। তীব্র শীতকে উপেক্ষা করে ভোটাররা উৎসব মুখর পরিবেশে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করেন। পরে ভোট গণনা শেষে রাত সাড়ে ৮টার দিকে এ ফলাফল ঘোষনা করেন নির্বাচন পরিচালনা কমিটি।
এবারের নির্বাচনে সভপতি পদে মির্জা মেহেদী তমাল ১৪৫ ভোটে বিজয়ী লাভ করেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলাউদ্দিন ১৩০ ভোটে পরাজিত হন। সাধারণ সম্পাদক পদে এম এম বাদশাহ ১১৯ ভোটে জয় লাভ করেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুল ইসলাম ১১৪ ভোটে পরাজিত হন। যুগ্ম সম্পাদক পদে শহিদুল ইসলাম রাজী ১৪৭ ভোটে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিয়াজ আহমেদ লাবু ১২৬ ভোটে পরাজিত হন। অর্থ সম্পাদক পদে আমিনুল ইসলাম ১৭৪ ভোটে নির্বাচিত এবং মো. এমদাদুল হক খাঁন ৮৮ ভোটে পরাজিত হন। সাংগঠনিক সম্পাদক পদে নিহাল হাসনাইন ১৫৬ ভোটে নির্বাচিত এবং আমানুর রহমান রনি ১১৯ ভোটে পরাজিত হন। দপ্তর সম্পাদক পদে ইসমাঈল হুসাইন ইমু ১৫৩ ভোটে নির্বাচিত এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস. এম. ফয়েজ ১১৬ ভোটে পরাজিত হন। কার্যনির্বাহী সদস্য (৩ জন) পদে আবু হেনা রাসেল ২১৩ ভোটে, আইয়ুব আনসারী ১৪৩ ভোটে, মাহবুবুল আলম ১৩১ ভোটে নির্বাচিত হন।
তাছাড়া সহ-সভাপতি পদে জিয়া খাঁন, প্রচার সম্পাদক পদে মাহমুদুল হাসান, ক্রীড়া সম্পাদক পদে আবু জাফর, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে শারিয়ার জামান দীপ, আইন ও কল্যাণ সম্পাদক শেখ কালিমুল্যাহ, আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবউল্লাহ মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সবাইকে সাথে নিয়ে আগামী দিনগুলোতে কাজ করার দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন নির্বাচনে বিজয়ী প্রার্থীরা।

আপনার মতামত লিখুন :