ঢাকা : বেগম খালেদা জিয়া সময়ের প্রয়োজনে দেশের জন্য এক অপরিহার্য নেতৃত্বে পরিণত হয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, তিনি দেশ বিদেশের কোনও অপশক্তির কাছে মাথানত করেননি। নির্বাচনের আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করে কখনও পরাজিত হননি।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজার জন্য প্রস্তুত মঞ্চ থেকে পাঠ করা লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়াকে চিকিৎসা নিতে না দিয়ে ‘হত্যা করা হয়েছে’। এ হত্যার দায় থেকে শেখ হাসিনা কখনই মুক্তি পাবেন না। সমগ্র দেশবাসী সাক্ষী যে, হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে।
তিনি বলেন, শৈশব থেকেই খালেদা জিয়া পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে পছন্দ করতেন। তার রাজনীতিও ছিল নিজের মতো সৌন্দর্যমণ্ডিত। ফুলের প্রতি অনুরাগের কারণে হয়তো সবচেয়ে কঠিন সময়েও তার সকল রাজনীতির বক্তব্যও থাকতো সুশোভিত।
তিনি বলেন, তিনি (খালেদা জিয়া) বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। খালেদা জিয়া জনগণের কল্যাণে একের পর এক গ্রহণ করেছেন যুগান্তকারী সব কর্মসূচি। তার পরিকল্পনায় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের পর বাংলাদেশ বিশ্বে পরিচিত পেয়েছিল ইমার্জিং টাইগার হিসেবে।
বক্তব্যে নজরুল ইসলাম খান খালেদা জিয়ার জন্ম, পারিবারিক পটভূমি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এবং পরবর্তী সময়ে রাজনীতিতে উঠে আসার বিভিন্ন দিকও তুলে ধরেন।
এমটিআই

আপনার মতামত লিখুন :