নোয়াখালীর বেগমগঞ্জে ১০ জনকে গ্রেফতার করেছে পুুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বিকালে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী এ তথ্য নিশ্চিত করেন।
৬ মাসের সাজাপ্রাপ্ত সিআর পরোয়ানায় ১ জন, সিআর পরোয়ানায় ৩ জন, জিআর পরোয়ানা ১ জন, নিয়মিত মামলায় ২ জন ও পুলিশ আইন ৩৪ ধারায় ৩ জনসহ মোট ১০ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বিভিন্ন এলাকার দীপক মজুমদার, জাহানারা, বিবি উম্মে সালমা, কবির হোসেন মিলন, জাহাঙ্গীর, নিজামউদ্দিন, পারভেজ, মহিউদ্দিন নান্নু, দেলোয়ার হোসেন ও সজিব মিয়া।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী বলেন, জেলা পুলিশের দিক নির্দেশনায় বিভিন্ন মামলা ও গ্রেফতারী পরোয়ানার ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণের কার্যক্রম পক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :