নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক রায়হান কবির।
এ সময় প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন ডিসি।
আসন্ন নির্বাচনের প্রস্তুতি সরেজমিনে দেখতে শনিবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সফর করেন জেলা প্রশাসক।
এসময় তিনি উপজেলার চারটি গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন এবং ব্যবস্থাপনার সার্বিক খোঁজখবর নেন।
কেন্দ্রগুলো হলো, সেন্ট্রাল করোনেশন স্কুল এন্ড কলেজ, দুপ্তারা, ৫ নং উজানগোবিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৪ নং কামরানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮৫ নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ প্রমূখ।

আপনার মতামত লিখুন :