ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

আড়াইহাজারে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন ডিসি

পরিবর্তনের ডাক | নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৮:৩৫ পিএম

আড়াইহাজারে নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন ডিসি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক রায়হান কবির।

এ সময় প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন ডিসি।

​আসন্ন নির্বাচনের প্রস্তুতি সরেজমিনে দেখতে শনিবার (১৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সফর করেন জেলা প্রশাসক।

​এসময় তিনি উপজেলার চারটি গুরুত্বপূর্ণ নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন এবং ব্যবস্থাপনার সার্বিক খোঁজখবর নেন। 

কেন্দ্রগুলো হলো, ​সেন্ট্রাল করোনেশন স্কুল এন্ড কলেজ, দুপ্তারা, ​৫ নং উজানগোবিন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ​৫৪ নং কামরানিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ​৮৫ নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ প্রমূখ।

পরিবর্তনের ডাক

Link copied!