ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যা

| শেখ ফরিদ, শ্রীপুর:

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:৪৪ পিএম

শ্রীপুরে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে হত্যা

গাজীপুরের শ্রীপুরে মোবাইল ফোনে ডেকে নিয়ে ফরিদ সরকার (৪১) নামে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর এক নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার গোসিংগা ইউনিয়নের কেবিএম ব্রিকস নামের একটি ইটভাটায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত ফরিদ সরকার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাসিন্দা। তিনি গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পেশাগতভাবে তিনি কেবিএম ব্রিকস ইটভাটায় মাটি সরবরাহের কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন ফরিদ সরকার। সে সময় তিনি কাজের কথা বলে ইটভাটায় যান। এরপর রাতে আর বাড়ি ফেরেননি।

নিহতের বাবা জামাল উদ্দিন সরকার বলেন, বুধবার সকালে স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে তিনি জানতে পারেন, তাঁর ছেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। পরে ইটভাটায় গিয়ে ফরিদকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইটভাটার শ্রমিক জাকির হোসেন ও মিনারুল ইসলাম জানান, রাত দুইটার দিকে তারা ইটভাটায় কাজ করছিলেন। রাত তিনটার দিকে চারজন অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইটভাটায় প্রবেশ করে ফরিদ সরকারকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটাতে শুরু করে। প্রাণভয়ে তারা পাশের একটি কক্ষে গিয়ে লুকিয়ে থাকেন। এ সময় হামলার শব্দ ও ফরিদ সরকারের চিৎকার শোনা যায়।

কেবিএম ব্রিকসের ব্যবস্থাপক প্রদীপ সরকার বলেন, ভোর চারটার দিকে চিৎকার শুনে তিনি অফিস কক্ষ থেকে বের হয়ে অফিসের সামনে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিকে জানালে স্বজনেরা এসে তাকে উদ্ধার করে নিয়ে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমদ বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

Link copied!