ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

নোয়াখালী-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বরকত উল্লাহ বুলু

পরিবর্তনের ডাক | নোয়াখালী প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:৪৩ পিএম

নোয়াখালী-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বরকত উল্লাহ বুলু

নোয়াখালী-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন বরকত উল্লাহ বুলু

নোয়াখালী: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বরকত উল্লাহ বুলু। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নোয়াখালী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে বরকত উল্লাহ বুলু সাংবাদিকদের বলেন, “নোয়াখালীর মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও ন্যায়ের রাজনীতি থেকে বঞ্চিত। আমি নির্বাচিত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবো।” একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা রেখে ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য,  নোয়াখালী-৩  আসনটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। এই আসনে বরকত উল্লাহ বুলু  তিনবার সংসদ সদস্য ও সাবেক বানিজ্য উপদেষ্টার দায়িত্বে ছিলেন।

 

এমএস

পরিবর্তনের ডাক

Link copied!