ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

বান্দরবানে বিএনপি-জামায়াত-এনসিপি‍‍`সহ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

পরিবর্তনের ডাক | বান্দরবান প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৬:৫১ পিএম

বান্দরবানে বিএনপি-জামায়াত-এনসিপি‍‍`সহ ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা

বান্দরবার: বান্দরবানে ৩০০ নং সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি'সহ বিভিন্ন দলের ৫ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি'র কাছে মনোনয়নপত্র জমা দেন এ প্রার্থীরা।


মনোনয়নপত্র জমা দেয়া প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহবায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা নায়েবে আমির এডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টি (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ এবং এনসিপি চট্টগ্রাম বিভাগীয় তত্বাবধায়ক আবু সাঈদ শাহ সুজাউদ্দিন।


মনোনয়নপত্র জমা নেওয়ার সময় অন্যান্যদের মধ্যে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবু তালেব, জেলা নির্বাচন অফিসার মো: কামরুল আলম'সহ প্রার্থী সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

এমএস

পরিবর্তনের ডাক

Link copied!