ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর; গ্রেফতার ১০

| শেখ ফরিদ, শ্রীপুর প্রতিনিধি

জানুয়ারি ১, ২০২৬, ০২:৩৩ পিএম

শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর; গ্রেফতার ১০

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযান চলাকালে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা পুলিশের দুটি সরকারি গাড়ি ভাঙচুর করে এবং হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় এক মাদক মামলার আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মাওনা এলাকার পিয়ার আলী কলেজের পেছনে এ ঘটনা ঘটে । ওই সময় শ্রীপুর থানা পুলিশের এসআই অমিতাভ চৌধুরী ও এসআই অরুপ কুমার বিশ্বাসের সঙ্গে এএসআই মাসুদ রানার নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

আহত পুলিশ সদস্যরা হলেন—শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) অরুপ কুমার বিশ্বাস (৩৫), সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানা (৩৫), কনস্টেবল আজিজুল ইসলাম ও মোশাররফ হোসেন। তাঁদের মধ্যে কনস্টেবল মোশাররফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, জামাল উদ্দিন (৩৫), কামাল হোসেন (৪৩), আসিফ (২০), লিমন (১৮), আক্কাস (২৯), মোন্না (২০), ফইজুল্লাহ (২৬), আশিক (২৪), শিল্পী (৩০) ও লাকী আক্তার (২৮)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সবাই চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর আলমের সহযোগী।

পুলিশ জানায়, অভিযান চলাকালে একটি মাদক মামলার আসামি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হলে সংঘবদ্ধ কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। হামলার সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় অভিযানে ব্যবহৃত পুলিশের দুটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়।

একপর্যায়ে হামলাকারীরা হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় গ্রেপ্তার করা জাহাঙ্গীর আলমকে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেয়। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিকভাবে সতর্ক অবস্থান নেয় এবং অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়।

পরে রাতেই ওই এলাকায় পুনরায় অভিযান চালিয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পদ ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় প্রধান আসামি জাহাঙ্গীর আলম এখনো পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির আহমদ বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!