ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

পুবাইলে ‘গ্র্যাজুয়েট ক্লাব’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের ডাক | গাজীপুর প্রতিনিধি

জানুয়ারি ২, ২০২৬, ১১:১৮ পিএম

পুবাইলে ‘গ্র্যাজুয়েট ক্লাব’র উদ্যোগে  শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণপুর্বে সংগঠনের সদস্যবৃন্দ

পুবাইল: গাজীপুরের পুবাইলে অসহায়, দুস্থ ও ভাসমান মানুষের মাঝে উষ্ণ কাপড় কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন “ফ্রেন্ডস গ্র্যাজুয়েট ক্লাব”। শুক্রবার (২ জানুয়ারি) দিনব্যাপী পুবাইল বাজার, পুবাইল রেলস্টেশন, কালীগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় ছিন্নমুল, ভবঘুরে, ভাসমান ও অসহায় শতশত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন “ফ্রেন্ডস গ্র্যাজুয়েট ক্লাব”র সভাপতি নিতাই সাহা, সাধারণ সম্পাদক এড. মেহেদী হাসান জনি, সদস্য আব্দুলাহিল কাফি, শাকিল সরকার, রাজন ঘোষ, জহিরুল ইসলাম, আল-আমিন, বেলায়েত হোসেন, রাকিবুল ইসলামসহ আরো অনেকে। 

সংগঠনের সভাপতি নিতাই দাস জানান, “ফ্রেন্ডস গ্র্যাজুয়েট ক্লাব” একটি সেচ্ছাসেবী সমাজকল্যাণমুলক অরাজনৈতিক সামাজিক সংগঠন। ২০১৭ সালে পুবাইল এলাকার গ্র্যাজুয়েট যুবকদের নিয়ে সংগঠনটি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার পর থেকে দেশের ক্রান্তিকালসহ বিভিন্ন দুর্যোগে নিঃস্বার্থ ভাবে বিভিন্ন কার্যক্রম করে আসছে। রক্তদান, বৃক্ষরোপন, শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ, অসহায়ের গৃহনির্মাণ, নারীর অধিকার বিষয়ক সচেতনতামূলক সেমিনার, শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ কার্যক্রম, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানসহ নানারকম সামাজিক কাজ করে আসছি। বিনিময়ে মানুষের অফুরন্ত ভালবাসা পেয়েছি। মানুষের এই ভালবাসা থেকে সমাজের প্রতি বেড়েছে দায়িত্ববোধ। সেই থেকেই চলতি মৌসুমে কনকনে শীতে অসহায় মানুষের কষ্ট লাগবে কম্বল, জ্যাকেটসহ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এমন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এমএস

পরিবর্তনের ডাক

Link copied!