ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

আড়াইহাজারে বাজার ও সড়ক মনিটরিং, ৬ মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা ​

| নারায়ণগঞ্জ প্রতিনিধি

জানুয়ারি ৭, ২০২৬, ০৭:২৫ পিএম

আড়াইহাজারে বাজার ও সড়ক মনিটরিং, ৬ মামলায় ৩৯ হাজার টাকা জরিমানা ​

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বগাদি কালিরহাট বাজারে বাজার ও সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে একটি বিশেষ মনিটরিং অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ​সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এই অভিযানটি পরিচালনা করেন।

​অভিযান চলাকালীন, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে নাসের এন্টারপ্রাইজ এর মালিক হাসনাত মোল্লাকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

​এছাড়া, সড়কে বিশৃঙ্খলা ও ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে সড়ক পরিবহন আইন অনুযায়ী একাধিক মামলা দায়ের করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ ধারায় মোট ০৫টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে দুটি মামলায় ২ হাজার টাকা করে এবং তিনটি মামলায় ৫ হাজার টাকা করে জরিমানা আরোপ করা হয়।

​পাশাপাশি, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯০ ধারায় আরও ০১টি মামলায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​এই অভিযানে বাজার ও সড়ক মিলিয়ে মোট ০৬টি মামলায় সর্বমোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Link copied!