গভীর রাতে পাঁচ মিনিটের ব্যবধানে দুটি মৃদু ভূমিকম্পে কেঁপেছে সিলেট। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূকম্পন অনুভূত হয়। এর ঠিক পাঁচ মিনিট পর ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয়বার কেঁপে উঠে সিলেট।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক অবজারভেটরির তথ্যমতে, রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫ এবং উৎপত্তিস্থল সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলায়।
পাঁচ মিনিট পর উৎপন্ন ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩ এবং এর উৎপত্তিস্থল ছিল বিয়ানীবাজারের পার্শ্ববর্তী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারি আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন সিসমিক সেন্টারের বরাতে এ সকল তথ্য নিশ্চিত করেছেন।
গভীর রাতে মৃদু ভূমিকম্প অনুভূত হলেও সকাল পর্যন্ত ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যমতে, প্রথম ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৫ ও এর গভীরতা ২০ কিলোমিটার। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৩ এবং গভীরতা ৩০ কিলোমিটার।
এদিকে, রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে আরও একটি ভূমিকম্প আঘাত হানে। এর মাত্রা ছিল ৪ দশমিক ৩ এবং গভীরতা ১৫ কিলোমিটার।
এ ছাড়া রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩ দশমিক ৭ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানার তথ্য জানিয়েছে এনসিএস। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে ৬ কিলোমিটার দূরে।
বিশেষজ্ঞরা সাধারণত এ ধরনের মাঝারি মাত্রার ভূমিকম্পকে প্রাকৃতিক ভূ-তাত্ত্বিক কার্যক্রমের অংশ হিসেবে দেখছেন, তবে ভবিষ্যতে আরও বড় ভূমিকম্পের সম্ভাবনা মোকাবিলায় সজাগ থাকার পরামর্শ দিয়েছেন।

আপনার মতামত লিখুন :