আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর দুটি গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপির নীলফামারী জেলার সদস্য সচিব মো.কামরুল ইসলাম কে (নীলফামারী-২) এবং নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনকে (নীলফামারী-৩) আসনে দলীয় মনোনয়ন দিয়েছে দলটি। প্রার্থী ঘোষণা হওয়ার পর দুটি আসনেই রাজনৈতিক অঙ্গনে দলীয় নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন।
নীলফামারী-২ আসনে এনসিপি মনোনীত প্রার্থী ডা. মো. কামরুল ইসলাম বলেন, আলহামদুলিল্লাহ। দল থেকে আমাকে মনোনীত করায় নীলফামারীবাসী, দুই নং গোড়গ্রাম, হাজিগঞ্জ এবং জাতীয় নাগরিক পার্টির সব অঙ্গসংগঠনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। “উন্নয়ন ও জনগণের সেবা এটাই হবে আমার মূল লক্ষ্য।”
নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আবু সাঈদ লিওন জনগণকে নিয়ে পরিবর্তনের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন জলঢাকার মানুষই আমার শক্তি। এ অঞ্চলের প্রতিটি গ্রাম, প্রতিটি ঘরের দুঃখ-কষ্ট আমি জানি। আমার রাজনীতি অসহায় মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, ক্ষমতার জন্য নয়।”
তিনি আরও বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে জলঢাকাতে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও কৃষিতে এগিয়ে নিতে চাই। যুবক, কৃষক, শ্রমজীবী, নারী ও শিক্ষার্থীদের জন্য একটি ন্যায্য সমাজব্যবস্থা গড়ে তোলাই আমার লক্ষ্য। আমি চাই জলঢাকার প্রতিটি মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনতে।”
দুটি আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ায় নীলফামারী জেলায় এনসিপির রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে। দলীয় নেতা-কর্মীরা নির্বাচনী প্রস্তুতি জোরদার করছেন এবং মাঠে সক্রিয় রাজনীতি শুরু করেছেন।
তরুন ও শিক্ষিত যোগ্য ব্যক্তিকে দলীয় মনোনয়ন দেয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীদরা। স্থানীয় কর্মীরা মনে করছেন, দুজনের প্রার্থীতা এলাকায় নতুন রাজনৈতিক আলোচনার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন :