সুনামগঞ্জে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সামাজিক সংগঠন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা। বুধবার (১৭ ডিসেম্বর) বিকালে জেলার সদর উপজেলার গৌরারং ইউনিয়নের উমেদশ্রী গ্রামের সাইম সুপার মার্কেটে এ শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
অনুষ্ঠানে প্রবাস থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের সভাপতি রোকন উদ্দিন রাজু, সহ-সভাপতি এরশাদ মিয়া, নিজাম উদ্দিন, শাজাহান মিয়া, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক দিলোয়ার হুসেন জীবন, সহ-সাধারণ সম্পাদক আকবর হোসেন, নুর হোসেন, আছির আল্লী, দিলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জনি চৌধুরী, আইন-বিষয়ক সম্পাদক ইমরান চৌধুরী, সমাজ বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন, গোলাম জিলানী, উপদেষ্টা হাফিজ মিয়া, আব্দুল আলী, পারভেজ মিয়া জিতু।
শীতবস্ত্র পেয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাদ্রাসার শিক্ষার্থী শাহাদাত বলেন, ভোর রাতে পড়ার সময় আমাদের অনেক শীত লাগে। প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা'র দেওয়া শীতবস্ত্র পেয়ে আমরা খুশি।
শীতবস্ত্র পেয়ে আরো কয়েকজন বলেন, প্রচণ্ড শীতে পর্যাপ্ত গরম কাপড়ের অভাবে যখন দিন কাটানো কঠিন হয়ে পড়েছিল, তখন প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা'র এ সহায়তা তাঁদের জন্য আশীর্বাদস্বরূপ। এ মানবিক উদ্যোগের জন্য তাঁরা প্রবাসী সমাজকল্যাণ ও উন্নয়ন সংস্থা'র সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ভার্চুয়ালি যুক্ত থেকে সংগঠনের সভাপতি রোকন উদ্দিন রাজু বলেন, পর্যায়ক্রমে সুনামগঞ্জ জেলার প্রত্যেকটা উপজেলায় এতিম ও অসহায় শিক্ষার্থী, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসা উচিত। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই শীতের কষ্ট লাঘব সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন :