সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও আন্দোলন করছেন প্রাথমিক ধাপে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কামরুলের অনুসারীরা। প্রার্থী পরিবর্তন ও কামরুজ্জামান কামরুলকে প্রার্থী করার দাবিতে প্রতিদিনই সংসদীয় আসনের কোথাও না কোথাও বিক্ষোভ হচ্ছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাহিরপুর উপজেলা সদর বাজারে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলার বিভিন্ন গ্রাম ও ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আসে বিএনপির নেতাকর্মীদের একাংশ।
পরে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শাহজালাল টাওয়ারের সামনে এসে এক পথসভায় মিলিত হয়। এসময় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :