ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

নোয়খালী- ৩ আসনে বরকত উল্লাহ বুলুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

| নোয়াখালী প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২৫, ১০:৫৮ পিএম

নোয়খালী- ৩ আসনে বরকত উল্লাহ বুলুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলুর পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতারা।

সোমবার (২২ ডিসেম্বর) ‍দুপুরে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কায়েসুর রহমানের কাছ থেকে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সদস্য কামাক্ষ্যা চন্দ্র দাসের নেতৃত্বে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান উল্যাহ।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে তারা মনোনয়পত্র সংগ্রহ করেছেন। দেশে মব সন্ত্রাসের নামে যে অরাজকতা  ও সন্ত্রাস চলছে তা যেন পরিহার করে সবাই নির্বাচনী মাঠে এসে ভোটে অংশগ্রহণ করেন। বিএনপির পক্ষ থেকে নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করা হবে এবং আচরণবিধি মানা হবে।

Link copied!