ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

সুনামগঞ্জ–১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান কামরুল

পরিবর্তনের ডাক | সুনামগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ২৪, ২০২৫, ০৫:০১ পিএম

সুনামগঞ্জ–১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান কামরুল

সুনামগঞ্জ–১ (তাহিরপুর–জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান কামরুল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে কামরুজ্জামান কামরুলের পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


এ সময় উপস্থিত ছিলেন বড়দল দক্ষিন ইউনিয়ন  বিএনপির সভাপতি আশরাফুল আলম, সমাজ সেবক আতিকুর রহমান আতিক, কৃষক বশির আহমেদ, আলী আহমদ, আবু জহর প্রমুখ।


মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, বুধবার দুপুরে সুনামগঞ্জ–১ আসনের এমপি পদপ্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে উনার অনুসারীরা আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


এ বিষয়ে কামরুজ্জামান কামরুলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ঢাকা অবস্থান করছি। আমার পক্ষে মেহেদী হাসান উজ্জ্বল-সহ অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।


এমএস

পরিবর্তনের ডাক

Link copied!