পত্নীতলা: নওগাঁ জেলার পত্নীতলায় নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও প্রয়াত ২১ জন শিক্ষককে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী নজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
প্রাক্তন শিক্ষার্থী মো. মাসুদের সঞ্চয়লনায় প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.রুবাইয়াত ইয়াসমিন সেবা, প্রফেসর মো.জহুরুল ইসলাম বুয়েট, উপজেলা নিবার্হী অফিসার রাকিবুল ইসলাম, প্রাথমিক উপজেলা শিক্ষা অফিসার মো. ইব্রাহিম খলিলুল্লাহ, ডা:আবু ওবায়দা, ডা: রাজীব, ডা: রাজিকুল ইসলাম, মুনতাহা মেটাল ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মাসউদ, প্রধান শিক্ষক শাকুরা জাহান ও সাংবাদিক শাহরিয়ার হাসান পল্লব প্রমুখ।

আপনার মতামত লিখুন :