জামালপুর: জামালপুর জেলার দেওয়ানগঞ্জে পাথরেরচর ভারতীয় সীমান্ত এলাকায় বসতবাড়িতে অভিযান চালিয়ে খড়ের পালা থেকে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের। এসময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা।
বোরবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে সংবাদের ভিত্তিতে ডিবি-২ জামালপুরের একটি দল দেওয়ানগঞ্জ থানাধীন পাথরেরচর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ডিবি-২ জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার।
ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, পুর্ব সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে পলাশ মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যমতে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
এমএস

আপনার মতামত লিখুন :