কুমিল্লায় বিকল হয়ে ২ ঘন্টা ৫ মিনিট বিলম্বে মালগাড়ির ইঞ্জিনে লাকসাম ছাড়লো মহানগর এক্সপ্রেস ট্রেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এতে সহস্রাধিক যাত্রী বিড়ম্বনায় পড়ে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ৭২১নং মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৩টা ২০ মিনিটে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ করে। এরপরই মহানগর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।
পরে হাসানপুর থেকে মালবাহী ট্রেনের ইঞ্জিন এনে বিকল হওয়া ট্রেনটি ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইঞ্জিন বিকলের কারণে যাত্রীদের মধ্যে ভোগান্তি সৃষ্টি হয় এবং স্টেশনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরে রেলওয়ে কর্তৃপক্ষ হাসানপুর থেকে একটি মালগাড়ির ইঞ্জিন এনে বিকল ইঞ্জিনের পরিবর্তে সংযুক্ত করে।
লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার ওমর ফারুক ভুঁইয়া জানান, বিকল্প ইঞ্জিন সংযোজন শেষে বিকেল ৫টা ২৫ মিনিটে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।
তিনি আরও জানান, ইঞ্জিন বিকলের বিষয়টি দ্রুত সমাধান করা হয়েছে এবং বর্তমানে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন :