ঢাকা : ইসরায়েলের ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু জানিয়েছেন, বর্তমানে ইসরায়েলি এজেন্টরা ইরানে সক্রিয়ভাবে কাজ করছেন।
ইসরায়েলের সেনাবাহিনীর রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে এলিয়াহু গত এক বছরে ইরানে পরিচালিত ইসরায়েলি কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, এসব তৎপরতা এখনও চলমান— এমনটাই জানিয়েছে ইসরায়েল হায়োম পত্রিকা।
তিনি বলেন, ‘গত বছর যখন আমরা ইরানে আঘাত হেনেছিলাম, তখন আমরা তাদের ভূখণ্ডেই ছিলাম এবং হামলার জন্য কীভাবে ক্ষেত্র প্রস্তুত করতে হয় তা জানতাম। আমি নিশ্চিত করে বলতে পারি, আমাদের লোকজন এই মুহূর্তেও সেখানে কাজ করছে।’
ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং এতে ইসরায়েলের সম্ভাব্য ভূমিকা নিয়ে তিনি আরও বলেন, ‘তারা কি এখন সরাসরি শাসনব্যবস্থা উৎখাতের জন্য কাজ করছে? না। কিন্তু তারা কি এমনভাবে কাজ করছে, যাতে ইরান অন্য কোনো দিক থেকেই আমাদের জন্য হুমকি হয়ে উঠতে না পারে? হ্যাঁ।’
এর আগে চলতি সপ্তাহে এলিয়াহু ‘বিতাড়িত বেদুইনদের সন্ত্রাসী উপাদানগুলোর’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই সমস্যা জিহাদি সন্ত্রাসবাদের চেয়ে কোনো অংশে কম গুরুতর নয়। একই সঙ্গে তিনি অস্থিরতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‘হামাস ও ইসলামিক জিহাদের সন্ত্রাসীদের’ বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়, সেই একই ব্যবস্থা প্রয়োগেরও আহ্বান জানান। তথ্যসূত্র: মিডলইস্ট মনিটর
এমটিআই

আপনার মতামত লিখুন :