ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, চক্রের সদস্যসহ আটক দেড় শতাধিক 

পরিবর্তনের ডাক | নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২৬, ০৮:০৭ পিএম

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, চক্রের সদস্যসহ আটক দেড় শতাধিক 

ঢাকা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫ এর লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৯ জানুয়ারি) বেলা ৩টা থেকে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত তিন পার্বত্য জেলা ছাড়া দেশের বাকি সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছে। 

এতে অংশ নিয়েছেন প্রায় ১১ লাখ চাকরিপ্রার্থী। এই নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে একাধিক জেলার বিভিন্ন কেন্দ্র থেকে দেড় শতাধিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সবচেয়ে বেশি আটক করা হয়েছে গাইবান্ধা জেলায়। অর্ধশতাধিক পরীক্ষার্থীকে জেলার বিভিন্ন কেন্দ্র থেকে আটক করা হয়েছে।

যদিও পরীক্ষা শুরুর আগে প্রশ্নফাঁসের অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু ও নকলমুক্ত সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তারপরও এই নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দেড় শতাধিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এতে এই চক্রের কয়েকজন সদস্যও রয়েছেন। জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

জানা গেছে, গাইবান্ধা ছাড়াও কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর, ভোলা, গোপালগঞ্জ, ঠাকুরগাঁও, রংপুর, পঞ্চগড়, যশোর, জামালপুর, ফেনীতে অন্তত শতাধিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে তাদের কাছ থেকে মোবাইল ফোন, ব্লুটুথ ইয়ার ডিভাইসসহ বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম জব্দ করা হয়। তাদের কারাদণ্ড, জরিমানা ও বহিষ্কার করা হয়েছে। 

এমটিআই

পরিবর্তনের ডাক

Link copied!