মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী নন্দীপাড়ায় শতবাণী থিয়েটারের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন, আলোচনা সভা ও নায়েব আলীর রচনায় এবং এস এম জাকির হোসেন সানির পরিচালনায় সামাজিক নাটক একটি পরিবারের গল্প মঞ্চায়িত হয়েছে।
বৃহস্পতিবার রাতে (১৯ ডিসেম্বর) নন্দীপাড়ার ছোট বটতলা ব্রিজ সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও নাটক মঞ্চায়িত হয়।
শতবানী থিয়েটারের ৩০তম পদযাত্রায় ৪৮ তম প্রযোজনা একটি পরিবারের গল্প নাটক।
অনুষ্ঠানের প্রথম ধাপে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং রাতে মঞ্চস্থ হয় নাটক।
অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ সবুজবাগ থানা বিএনপি'র আহ্বায়ক আশরাফুল রহিম।
শতবাণী থিয়েটারের সভাপতি মোহাম্মদ রিপন মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মাদ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা ৯ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রশিদ হাবিব।
সভায় প্রধান বক্তা ছিলেন সবুজবাগ থানা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক ইয়াহইয়া কাজী বাবু।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন সবুজবাগ থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল মান্নান খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ৭৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি কাজী মোহাম্মদ রমজান আলী।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৭৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল আহমেদ মাকসুদ, সবুজবাগ থানা বিএনপির যুগ্ন আহবায়ক ইলিয়াস বাবু, ৭৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফুল হক সুমন, ৭৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ শহীদ, ৭৪ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল হালিম, প্যারাগন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান মোঃ শাহজাহান চৌধুরী, সিটি ব্যাংক পিএলসি'র ম্যানেজার শ্রীকৃষ্ণ দাস, ৭৩ নং ওয়ার্ড বিএনপি'র সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ, ৭৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আবু তারেক মিল্লাত, ৭৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও শতবাণী থিয়েটারের সাবেক সভাপতি বাশার আহমেদ বাবুল, ৭৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।
এ সময় আরো বক্তব্য রাখেন শতবাণী থিয়েটারের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন আরমান, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসাইন সহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নায়েব আলীর রচনায় এবং এস এম জাকির হোসেন সানির নির্দেশনায় একটি পরিবারে গল্প নাটকটিতে অভিনয় করেন শতবানী থিয়েটারের অভিনয় শিল্পীরা।

আপনার মতামত লিখুন :