ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

নারায়ণগঞ্জে "প্রথম আলো ও ডেইলী স্টার" কার্যালয়ে হামলার বিচার চেয়ে সাংবাদিকদের মানববন্ধন

| নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:৫৪ পিএম

নারায়ণগঞ্জে

প্রথম আলো ও ডেইলী স্টারে কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে জেলা কর্মরত গনমাধ্যমকর্মীরা। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

নারায়ণগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদের সভাপতিত্বে এবং

প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক পলাশ ও ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা সৌরভ সিয়ামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক  খবরের পাতা সম্পাদক মাহবুবুর রহমান, দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলীম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও শরীফ উদ্দিন সবুজ, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক, কবি ও সাংবাদিক কাজল কানন, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পদক নিয়াজ মোহাম্মদ মাসুম, বন্দর প্রেস ক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ, সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সভাপতি হোসেন চিশতি শিপলু, সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, অনলাইন পোর্টাল নারায়ণগঞ্জ নিউজ আপডেটের সম্পাদক তাহের হোসেন, সাংবাদিক এসএম জহিরুল ইসলাম ও মাহবুব মনি।

এসময় বক্তারা বলেন, “পত্রিকার অফিসে হামলা মানে পুরো বাংলাদেশের উপর হামলা। এটি গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। প্রথম আলো ও ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়ার ঘটনা প্রমাণ করে করে আমরা কতটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। যারা হামলা চালিয়েছে, তারা কোনো রাজনৈতিক শক্তি নয়, তারা দুর্বৃত্ত, অপরাধী। গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

শুধু হামলাকারী নয়, এর নেপথ্যে যারা ইন্ধন জুগিয়েছে, তাদেরও চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার কথা বলেন তারা। 

সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ বলেন, “দেশের শীর্ষ স্থানীয় দুটি পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলা মানে মত প্রকাশের স্বাধীনতার ওপর হামলা। হামলাকারীরা মত প্রকাশের স্বাধীনতায়তো বিশ্বাস করেই না বরং তারা মত প্রকাশকে দমিয়ে দিতে চায়।”

তিনি বলেন, হামলাকারীরা এই জাতি, স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু। তারা বাংলাদেশের বিজয় চায় না বলেই দেশের সেরা প্রতিষ্ঠানগুলোতে হামলা করেছে। এদেশে হামলা করে সাংবাদিকতাকে দাবিয়ে রাখা যাবে না। পাকিস্তানিরাও পারেনি।

অবিলম্বেই হামলাকারীদের শনাক্ত করে তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সংবাদদাতা গোলাম রাব্বানী, আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক লুৎফর রহমান, জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক খলিলুর রহমান, সংবাদের জেলা প্রতিনিধি আফসানা আক্তার, আলোকিত বাংলাদেশ’র শরীফ সুমন, কালের কন্ঠ’র নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম, সময় টেলিভিশনের শওকত আলী, এখন টিভি’র এমরান আলী সজীব, এশিয়ান টিভি’র নোমান চৌধুরী সুমন, জি টিভি’র আশিকুর রহমান, দেশ টিভি’র বিল্লাল হোসাইন, বাংলা নিউজ’র মাহফুজুর রহমান, অনলাইন পোর্টাল প্রেস নারায়ণগঞ্জ’র সম্পাদক ফখরুল ইসলাম, প্রথম আলোর সাবেক আলোকচিত্রী দিনার মাহমুদ, যায়যায় দিন’র শাহাদাত হোসেন, মোহনা টিভি’র আজমীর ইসলাম, সময়ের আলোর অনু খান, ঢাকা পোস্ট’র মেহেদী হাসান সৈকত, আজকের পত্রিকার শরিফুল ইসলাম তনয়, জাগো নিউজের মো. আকাশ, কালবেলার নূরে আলম, সংবাদচর্চা পত্রিকার তুষার আহমেদ ও শেখ আরিফ, অনলাইন পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ’র শাহজাহান দোলন, নিউজ ভিউ’র প্রধান প্রতিবেদক নিরাক হাসান প্রেম, প্রেস নারায়ণগঞ্জ’র জান্নাতুল ফেরদৌস জিসান প্রমুখ।

Link copied!