ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

কুয়েত থেকে প্রায় ৪০ হাজার প্রবাসী বিতাড়িত 

পরিবর্তনের ডাক | নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১০, ২০২৬, ০৮:০১ পিএম

কুয়েত থেকে প্রায় ৪০ হাজার প্রবাসী বিতাড়িত 

ঢাকা : গত এক বছরে কুয়েত থেকে ৩৯ হাজার ৪৮৭ প্রবাসীকে বিতাড়িত করা হয়েছে। সম্প্রতি দেশটির স্থানীয় গণমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে।

কুয়েতের নিরাপত্তা সূত্রের বরাতে দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়, বিতাড়িতদের বেশিরভাগের বিরুদ্ধে কুয়েতের আইন লঙ্ঘন, মাদক সংশ্লিষ্ট অপরাধ, জনশৃঙ্খলা বিঘ্ন এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পরই তাদের বিরুদ্ধে কুয়েত থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য আইন মেনে চলা বাধ্যতামূলক। যারা দেশটির নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

এমটিআই

পরিবর্তনের ডাক

Link copied!