ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

‘বাবরি মসজিদ’ নির্মাণে ব্যাংকের লিমিট ক্রস

| ডেস্ক রিপোর্ট

ডিসেম্বর ১০, ২০২৫, ১০:২১ পিএম

‘বাবরি মসজিদ’ নির্মাণে ব্যাংকের লিমিট ক্রস

মুর্শিদাবাদের রেজিনগরে “বাবরি মসজিদ” নির্মাণের জন্য অনুদানের ঢল নেমেছে। মসজিদ নির্মাণের জন্য ভিড় করছে মানুষ । স্থানীয়রা মাথায় ইট বহন করছে নিয়ে যাচ্ছেন সেখানে। শনিবার (৬ ডিসেম্বর) বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাময়িক বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক হুমায়ুন কবীর। সেদিন থেকেই শুরু হয় অনলাইনে ও নগদ অর্থ অনুদান গ্রহণ।

অনুদানের পরিমাণ এত দ্রুত বাড়তে থাকায় প্রথম দিনেই বিধায়ক হুমায়ুন কবীর ঘোষণা দেন, ‘এসবিআই অ্যাকাউন্টের লিমিট ট্রাস্ট ক্রস করেছে, এখন আর টাকা  নেওয়া যাবে না। যারা দান করবেন, দয়া করে দানবাক্স বা কাউন্টারে দান করুন।’

তিনি আরও বলেন, এসবিআই অ্যাকাউন্টে যে লিমিট ছিল, সেটি ক্রস করে গিয়েছে। ম্যানেজাররা অ্যাকাউন্টে টাকা আর গ্রহণ করতে পারছেন না। যারা দান করবেন আগামীকাল থেকে আবার অনুদান দিতে পারবেন।

Link copied!