ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,
শিল্পের জন্য টেকসই প্রযুক্তি নিয়ে

রূপগঞ্জে ২দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

| নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৫, ০৩:৫৪ পিএম

রূপগঞ্জে ২দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

৫ম শিল্প বিপ্লবের যুগে "এআই প্রযুক্তিগত বিপ্লব এবং কর্মহীনতার আশঙ্কা" এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুরু হলো দুইদিন ব্যাপী সাসটেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি (এসটিআই) ৫.০ আন্তর্জাতিক সম্মেলন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে পূর্বাচলের গ্রীণ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে দু'দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। 

সম্মেলনে জিইউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, আই-ইইই বাংলাদেশ সেকশন চেয়ার অধ্যাপক ড. এম. ইমামুল হাসান ভূঁইয়া, জিইউবি উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, সম্মেলনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ড. মোঃ আবদুর রাজ্জাক প্রমুখ।

প্রধান অতিথির বক্তৃতার শীষ হায়দার চৌধুরী বলেন,  টেকসই উন্নয়নের পথে এগিয়ে যেতে সবুজ প্রযুক্তি ও সার্কুলার ইকোনমি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করতে হবে, 'এআই যুগে প্রযুক্তি কেবল দ্রুততা আনবে না, বরং নিশ্চিত করবে যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিটি পদক্ষেপ যেন মানবিক মূল্যবোধ দ্বারা নিয়ন্ত্রিত হয়"।

গ্রিন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন তার বক্তব্যে বলেন, 'উদ্ভাবন তখনই সত্যিকারের অগ্রগতি আনে, যখন তা মানবকল্যান, নৈতিকতা এবং সামাজিক স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে চলে। ইন্ডাস্ট্রি ৫.০-র এই যাত্রায় আমরা এমন গবেষণা ও প্রযুক্তিকে অগ্রাধিকার দিচ্ছি, যা টেকসই উন্নয়ন ও দায়িত্বশীল ভবিষ্যৎ নির্মাণে অবদান রাখবে।"

এবারের সম্মেলনে মোট ৭টি কী-নোট সেশন, ৩টি ওয়ার্কশপ, ১টি প্যানেল ডিসকাশন, এবং ২৪টি টেকনিক্যাল সেশন রয়েছে। সম্মেলনে মোট ৪৩৪টি গবেষণাপত্র জমা পড়েছিল, যার মধ্য থেকে ১১৮টি গবেষণাপত্র নির্বাচন করা হয়েছে। নির্বাচিত শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধগুলো 'আই-ইইই এক্সপ্লোর' এবং 'স্কোপাস ইনডেক্সিং'-এ প্রকাশনার মর্যাদা পাবে।

২দিন ব্যাপী এই সম্মেলন বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হয়ে চলবে ১২ ডিসেম্বর গুক্রবার বিকেল ৫.৪৫  টা পর্যন্ত।

Link copied!