ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,

এক ছাদের নিচে অপো-রিয়েলমি

পরিবর্তনের ডাক | বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক

জানুয়ারি ১০, ২০২৬, ০৮:১০ পিএম

এক ছাদের নিচে অপো-রিয়েলমি

ঢাকা : চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিয়েলমি এখন থেকে অপোর সাব-ব্র্যান্ড হিসেবে পরিচালিত হবে। গেল সপ্তাহে এই ঘোষণা দেয় রিয়েলমি।

ঘোষণায় রিয়েলমি জানায়, মূলত ব্যবসায়িক সম্পদ একীভূত করা এবং পরিচালন ব্যয় কমানোর লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর রয়টার্স

প্রতিবেদনে বলা হয়, নেতৃত্বের দায়িত্বও ইতোমধ্যেই নির্ধারিত হয়েছে। রিয়েলমির প্রতিষ্ঠাতা ও সিইও স্কাই লি সব সাব-ব্র্যান্ডের কার্যক্রম পরিচালনার দায়িত্ব নেবেন। অন্যদিকে চীনে ওয়ানপ্লাসের নেতৃত্বে থাকবেন লি জিয়ে।

রিয়েলমি ও অপো উভয় প্রতিষ্ঠানেরই প্যারেন্ট কোম্পানি একই। বিশ্ববাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতা মোকাবিলায় এখন থেকে কোম্পানি দুটি একে অন্যের প্রযুক্তিগত সম্পদ ও জনবল ভাগ করে নেবে বলে জানিয়েছে।

রিয়েলমি মূলত ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপের বাজারে একটি জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড। চীনের শীর্ষস্থানীয় হার্ডওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান বিবিকে ইলেকট্রনিকসের মালিকানাধীন ব্র্যান্ডটি অপো ও ভিভোর সঙ্গে একই পরিবারের অন্তর্ভুক্ত।

এমটিআই

পরিবর্তনের ডাক

Link copied!