ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নতুন বাংলাদেশ মানে শুধু অবকাঠামো নয়; -এর ভিত্তি হবে নৈতিকতা, জবাবদিহিতা এবং নাগরিক দায়িত্ববোধ

| নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:১৬ পিএম

নতুন বাংলাদেশ মানে শুধু অবকাঠামো নয়; -এর ভিত্তি হবে নৈতিকতা, জবাবদিহিতা এবং নাগরিক দায়িত্ববোধ

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন “নতুন বাংলাদেশ মানে শুধু অবকাঠামো নয়; -এর ভিত্তি হবে নৈতিকতা, জবাবদিহিতা এবং নাগরিক দায়িত্ববোধ।”

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানী ঢাকার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আয়োজিত সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তার বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। 

উপদেষ্টা আরও বলেন, "ডিগ্রি অর্জনের উদ্দেশ্য শুধু ভালো চাকরি পাওয়া নয়; পরিবার, সমাজ, দেশ ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতা নিয়েই নতুন প্রজন্মকে কর্মজীবনে প্রবেশ করতে হবে।"

এসময় তিনি আরও বলেন, "নতুন বাংলাদেশ গড়তে হলে তরুণদের আগে নিজেকে প্রশ্ন করতে হবে—আমি আমার অবস্থান থেকে দেশ ও মানুষের জন্য কী করতে পারি।"

পরিবেশ বিষয়ে উপদেষ্টা বলেন, "নদী, বন ও জীববৈচিত্র্য মানুষ সৃষ্টি করেনি, তাই উন্নয়নের নামে প্রকৃতি ধ্বংস করার অধিকার আমাদের নেই।  প্রকৃতিকে ধ্বংস করে কোনো নতুন বাংলাদেশ টেকসই হতে পারে না।”

অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস. মুরশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহুদ্দিন আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন  সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, জেনারেল সেক্রেটারি ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল আলিম, ট্রাস্টি বোর্ডের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট উম্মে সালমা, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা আজিজুল বারী (শিপু), ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা ও কলামিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব লায়ন মীর আব্দুল আলিম প্রমুখ।

এবারের সমাবর্তনে ১৩ জন শিক্ষার্থীকে চ্যান্সেলরস গোল্ড মেডেল এবং ৮৩ জন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলরস গোল্ড মেডেলসহ মোট ৯৬ জন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।

Link copied!