ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬,
বিশ্বের ১৬টি দেশের অংশ গ্রহণে

রূপগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

| নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৩, ২০২৬, ০৪:২৮ পিএম

রূপগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে “ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক অধ্যয়ন বিষয়ক ২দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ‘প্ল্যানেট ল্যাংলিট ২০২৬’ আয়োজন করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ। এতে বিশ্বের ১৬টি দেশ থেকে ৮৮৩টি গবেষণা প্রবন্ধ জমা পড়েছে, যার মধ্যে কঠোর বাছাই শেষে প্রায় ৪০০টি গ্রহণ করা হয়েছে। এ থেকে নির্বাচিত ৪টি গবেষণা বিশ্বখ্যাত ইনডেক্সড জার্নাল ও প্রকাশনায় প্রকাশের সুযোগ পাবে। আগামী ১৫ ও ১৬ই জানুয়ারী ২দিন ব্যাপী চলবে এ আন্তর্জাতিক সম্মেলন।  

মঙ্গলবার (১৩ জানুয়ারী) সকালে উপজেলার কাঞ্চন এলাকায় গ্রীণ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান, সম্মেলনের আহ্বায়ক ড. মো. শামীম মন্ডল। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্রীন ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম শহিদুল্লাহ, গ্রীন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারিক আজিজ, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এলহাম হোসেন আরো শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

সম্মেলনের আহ্বায়ক ড. মো. শামীম মন্ডল জানান, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক বিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা বিনিময়ের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মেলন যেখানে গবেষকদের চারটি বিশ্বখ্যাত ইনডেক্সড জার্নালে গবেষণা প্রকাশের সুযোগ থাকবে। 

‎যুক্তরাষ্ট্রের মরগান স্টেট ইউনিভার্সিটি, মিশরের আল-আজহার ইউনিভার্সিটি, স্পেনের ইউনিভার্সিটি অব আলকালা এবং অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সাউথইস্ট ইউনিভার্সিটি এবং নর্দান ইউনিভার্সিটি সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত আছে। বিশ্বের শতাধিক প্রতিষ্ঠানের গবেষকরা সম্মেলনে অংশ নেবেন। এসব গবেষণা জুন ২০২৬-এর মধ্যে চারটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশ করা হবে। সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের গবেষণাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা সম্ভব হবে। পাশাপাশি বৈশ্বিক সমস্যা, পরিবেশ, ভাষা ও সাংস্কৃতিক অধ্যয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

১৫ই জানুয়ারী সকাল ৯টায় ‎গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের অডিটোরিয়াম এ সম্মেলনের উদ্বোধন করা হবে এবং ১৬ জানুয়ারী সন্ধ্যা সাতটায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সম্মেলনে দেশ বিদেশের প্রখ্যাত ভাষাবিদ, গবেষক ও গুণীজনেরা উপস্থিত থাকবেন।

Link copied!